সে চোখে মায়া নেই
বেড়া-কুটির প্রসন্নতায় অবধারিত হয়
সলিলের আহবান,
রিক্তের চঞ্চলতায় উদিত চয়ন
হাতছানির প্রহর আর
বিচলিত পরাণ।
শোধিতে শোধিতে সময়ের ঋণ
কত শত জনমের দাবী
খেয়ার হাটখোলা,
কে তারে চায়, যে তারে পায়
খুব অবহেলায়
আত্ত্ব হৃদয় ভুলা।
তারি মাঝে বিচরণ
শুদ্ধিচিত্ত বশীকরণ
তারে নিয়ে খেলা,
যেতে পথ, তবুও রদ
কিবা আসে যায়
বিদায়ের বেলা।
তবু সে ছায়াহীন চোখে
কেবলি মায়াচিহ্নের খেলা
যার নেই কোন উচ্চারণ
কেবলি অবহেলা....