মাঝে মাঝে হয় বাসনা
মম হৃদয় মন্দিরে,
ঢেউ হয়ে আছড়ে ভেঙ্গে ফেলি
তব "নিয়মের কূল"
শত বাধার ঘন্টারে।


মম হৃদয়ের বিজনও ঘরে
নিভিয়ে যত অহমিকার আলো,
তব হৃদয়ের বন্দরে......
নিজেকে জ্বালিয়ে-পুড়িয়ে
বীণার সূরে বাসি "যতনার" ভালো।


নিছক নিয়তির অন্ধ হাত ধরে
ঠিকানাহীন পথে যাত্রা
সব পিছুটান ভূলে,
বিচিত্র সেই মানব জমিন
ভরে ওঠুক হাসি-কোলাহলে
প্রাণবন্ত নগরী...
সাজিয়ে শত পত্র-পল্লবে।


মম হৃদয় "স্বপ্ন বিলাসী"
কেবলি বাসনা
সাজিয়ে "হাওয়ার বসতি",
পাখা মেলে ভেসে যেতে
দূর অজানার সারথি।


সেই স্বপ্ন পর করে
রেখে যায় অবহেলায়,
ঘুম ভেঙ্গে, খুলে বাতায়ন
চোখ মেলে, দূর দেশে
অসহায় আমি অবেলায়।


তবুও কেন এত বাসনা
হৃদয় বাতায়নে দিয়ে যায় ওকি,
আমি যে বড় অসহায়
নিঃস্ব মুছাফির
"জীবন" সে এক চরম আত্তহুতি।


তারপরেও,
        চোখ মেলে একটু প্রয়াস
ক্ষণিকের দর্শন,
"জীবন" সে এক
                "অব্যক্ত" অর্জন।