এখানে তোমাকে ভালোবাসার কেউ নেই
আলসে সকালের বাসি ছাইয়ের
ধোঁয়াটে গন্ধে নিবে গেছে
তোমাকে ভালোবাসার আগুন।
খুব নিভৃতে তোমাকে ভাববে
সেই ধ্যানে নেই কেউ,
চাপা কান্নার বুক ফাটা আর্তনাদে
কেউ বয়ে বেড়ায় না "অভিমানের বোঝা"! 
জীবনের ভীরে, সময়ের হাটে
বড় সুগন্ধির মোহনীয়তায়
কেউ খুঁজে বেড়ায় না
তোমার আঁশটে জীবনের গন্ধ!
ধোঁয়াটে চায়ের হালকা লিকারের
মুঠো বন্ধি কাপের ছোঁয়ায়
কেউ খুঁজে ফিরে না তোমার ভালোবাসা!
স্টিকারের মত জীবনের গায়ে
মিশে থাকা প্রলেপের অনুভূতি
অপলক মায়া হয়ে কাটে না কারো চোখে দৃষ্টি!
ছোঁয়াচে কষ্ট বেদনায় নীল হয়ে
ভর দুপুরে বিরক্ত করার কেউ নেই
তোমাকে নাম ধরে ডাকার
অচমৎকা হটাৎ মায়াবী অধিকারে!
এখানে কেউ নেই, নেই কেউ!
বড় নিদারুণ, নিঃসংগ, নির্বাক তুমি
সময়ের এই পথে.....
যাও, এগিয়ে চলো
খুঁজে দেখ "কেউ কি আছে সাথে"?