সময় বুঝি ফুরোলো
রাত্রি আঁধারে নেমে এলো বর্ষা
বড় অবেলায় যেনো কাহারে মনে পরে
সময়ের ভীড়ে!


অচেতন মনে কতো কথা বলে যাই
এই বুঝি ডাকবে কেউ
খুব গোপন আদরে!
তার তরে মায়া রঙ আঁকি
হারিয়ে ফেলি ছায়াদের দলে।


সাঁই সাঁই চলছে পবন
ভাটিয়ালির টানে,
কোথাও, যেনো কোথাও
যাচ্ছি মিশে হারানোর মিছিলে।


তাই ভেবে,  ভেবে নেই সব
যা আছে লেনা-দেনা,
কি হলো,  কে কোথায় হারালো
সময়ের আলপনা?


যেতে যেতে ভেবে যাই
এইতো হলো সময় কতো
শুধিয়ে দেবো ঋণ,
আজ শুধিব কাল শুধিব
এই ভাবনায় চলে গেলো দিন।


এইতো এলো ভোরের আলো
আঁধার করে খেলা,
সময় গুনে, এতক্ষণে
ফুরিয়ে এলো বেলা।


তবুও মায়া নিয়ে বাঁচি
বেঁচে থাকার মায়ায়,
জীবনটা সঙ্গী করে
হারিয়ে ফেলি মিশে যাওয়া ছায়ায়!