কতটুকু পথের ক্লান্তিতে
সীমানা তাকে আড়াল করে রাখে
ধু ধু বন্দুর পথে?
পাশ ফিরে বসত ভিটে
রক্ত কান্নায় মিশে যায়
সম্পর্কের দাবী,
কি অপরাদ জানেনা শিশু
জানেনা পিতা আর ধর্ষিত জননী।
জনমে-জীবনে হিংসে জাতের বড়াই
বল বহু বল, জেগে ওঠে নির্যাতিতের লড়াই।
জরা-জীর্ণ কন্ঠে
সংকীর্ণ আওয়াজ
তবুও থেমে নেই প্রতিবাদ।
দহনে দহনে ক্ষুদ্র যে অগ্নিশিখা
যায় যায় প্রাণ,
দাউ -দাউ জ্বলে পুড়ে ছারখার
ইস্পাতের দালান।
উচ্চারণে উচ্চারণে মুখরিত স্লোগান
নব দূর্গের পথে
উদীচী-অবাচী নৃত্য করে
পূর্ব-পশ্চিম সূর্য মশালে।
পথের ক্লান্তি থামায় তবুও থেমে থাকেনা যাত্রা
ধু ধু বন্দুর পথে,
রোহিঙ্গা নয় পরিচয়ে মানব
বেঁচে থাকার সংগ্রামে.....