আচ্ছা তুমি এত কঠিন কেন ?
প্রশ্ন টা কি বাড়াবাড়ি হয়ে গেল?
নাকি তোমার এই কঠিনতা শুধু আমার প্রতি ?


তোমায় দেখে তো মনে হয়না -
যে পোড়ো বাড়িটার সেই ঘন অন্ধকার ঘিরে আছে তোমার হৃদয়ে
কি এমন লুকিয়ে আছে এই গহীন অন্ধকারে ?


আমি রোজ তাকিয়ে থাকি - ভাবি
কিভাবে খোঁজ পাবো সেই ঘরে ঢোকার চাবি টা
দরজার সামনে হাহাকার ছাড়া কি রাস্তা আছে বল ?


মাঝে মাঝে মনে হয় জানো - হয়তো
কোনও পিশাচের অত্যাচারে ক্ষত বিক্ষত সেই ঘরের দেওয়াল গুলো
হয়তো আমার একটু ভালবাসার ছোঁয়ায় আবার প্রাণ ফিরে পাবে
আমাকে যেতেই হবে তোমার হৃদয় ঘরে
প্রাণ প্রতিষ্ঠা করতে হবে এই পোড়ো বাড়িটায়


আবার যাই ফিরে দৌড়ে শত কাজ ফেলে - কিন্তু
কিন্তু , নেই সেই দরজার চাবি নেই
ভাঙার চেষ্টায় উঠিয়ে নি পাশে পরে থাকা পাথর টা
এক নিঃশ্বাসে ভেঙ্গে ফেলবই আজ


কিন্তু কাকে ভাঙবো ?
আমার ভালবাসার পোড়ো বাড়ি টাকে?
আমি তো গড়তে চাই নতুন করে , আমার মত করে -
আমার হৃদয় হরনি করে ।


আবার ফিরে আসি — আবার আবার
সেই তোমার সামনে হাত টা পেতে দাঁড়াই
তুমি কবে মেনে নেবে ? কঠিনতা সরিয়ে আমাকে আপন করে নেবে
তোমার প্রত্যেক টা আঁচড়ে প্রলেপ লাগাতে দেবে?  -  কবে ?
আবার সাজাতে দেবে তোমায় আমার হৃদয় হরনি করে ?


- ঋজু