এমন টেলিস্কোপ যদি হতো
যা দিয়ে আমি আমার
ভবিষ্যত দেখতে পেতাম!
অথবা টাইম মেশিনে চড়ে
যদি ভ্রমণ করা যেত
ভবিষ্যতের উপত্যকা, তাহলে
ঠাণ্ডা হয়ে যাওয়া চা'য়ে
হঠাত চুমুক দিয়ে কী
এমন বিরক্তি প্রকাশ করতাম!
হাজার বছরের ভুলগুলো
শুধরে নিয়ে তোমাকেই সাজাতাম
হে প্রিয়তম জীবন আমার।
পুঁজিবাদী প্রেমের কাছে
ঠুনকো হয়ে যায়
মধ্যবিত্তের বাসনা, এ জীবন
নির্মোহ কাটে না।
যদিও এভাবে হাঁটতে পারি না আমি
তবুও ভবিষ্যতের ভাবনায়
দু'পয়সা রাখি।
দেখি, ভাঙ্গা ভেন্টিলেটরে
খড়-কুটো দিয়ে বাসা বানিয়ে
রাত্রির বারান্দায় চোখ বুঝে
ছোট্ট চড়ুই পাখিটা


পেরিয়ে যাচ্ছে তার যাপিত জীবন!