ভালোবাসি শব্দটা কি ভাবে কত বার
উচ্চারণ করলে তুমি
আজ রাতে স্নাত হবে
জোছনার আলোয় কিংবা
দূর্বার ডগায় যে শিশির টুকু
প্রস্তুতি নিচ্ছে মৃত্তিকার বুকে-
পরে যাবার জন্য,তা তোমাকে স্পর্শ করবে
মুক্ত হবে তুমি উপদ্রুত উপকুল হতে
প্রেমের প্রজ্ঞাপন জারি করবে
কোন অবিশ্বাসী মন।
ভালোবাসি শব্দটা কি ভাবে কতবার
উচ্চারণ করলে তুমি-
তোমার বিশাল আকাশ হতে
আমার জন্য অকপটে অকৃপণ
বৃষ্টির ঝিরি ঝিরি নিয়ে আসবে?
আমার প্রাণের প্রান্তর
বহুদিন হয়ে আছে মরুভূমি!
তুমি ছাড়া আর কার জন্য বল
অপেক্ষা করে আমার এই
মাটির শরীর?
অথচ সেই তুমি তোমার
বিশাল অাকাশ জুড়ে ছড়িয়ে দাও
কালো মেঘের পাহাড়
কেন অসময়ে বৈশাখী ঝড়ো-হাওয়া?
এটা ভালোবাসবার দিন
প্রাণের প্রান্তরে বৃষ্টিহীন বৃক্ষের জন্য
এটা জল প্রার্থনা করবার দিন।
ভালোবাসি শব্দটা কি ভাবে কতবার
উচ্চারণ করলে কোন
অবিশ্বাসী মন ভেঙ্গে ভেঙ্গে
গড়ে তুলবে বিশ্বাসের পাহাড়,
প্রাণের প্রান্তরে বৃষ্টিহীন বৃক্ষের-
জন্য প্রর্থনা করবে জল।


কী আর করব
চল বৃষ্টিহীন বৃক্ষের জন্য
জল প্রর্থনা করি।