তুমি আজ বিচ্ছিন্ন দ্বীপের মত
তোমার সাথে আমাদের কোন
সম্পর্ক নেই।
গুলিতে আগুনে গুমে বন্ধুকযুদ্ধে
আমাদের কন্ঠরোধ করা হচ্ছে
সত্যের মত সুন্দরকে
গলাটিপে হত্যা করা হচ্ছে।
আমরা সাধারণ মানুষ,
আমাদের সথে তোমার কোন সম্পর্ক নেই
আমরা কৃষক,
আমাদের সাথে তোমার কোন সম্পর্ক নেই।
আমি চাকরী প্রত্যাশিত যুবক-যুবতী
আমার সাথে তোমার কোন সম্পর্ক নেই
তোমার সাথে সম্পর্ক
অর্থ এবং মামা-চাচার,উৎকোচ এবং পার্টির।
তোমার কাছে লাঞ্চিত নারীরা অসহায়
তোমার কাছে ভোটাররা
চায়ের দামে বিক্রি করবে ভোটাধিকার।
আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে
চলব পথ
তোমরা চুরি করবে হাজার কোটি টাকা
ধর্ষিত হবে তনুরা।
সমাজ ব্যবস্থাকে ভেঙ্গে ফেলেছো তুমি
বাজার ব্যবস্থাকে ভেঙ্গে ফেলেছো
উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পায়না কৃষকরা
অর্থ ব্যবস্থাকে ভেঙ্গে ফেলেছো
ডজন ডজন হল মার্ক তৈরি হয় এখানে।
প্রতিদিন সভ্যতাকে বলাৎকার করছে
তোমার তৈরি পশুরা।
মুখোশের ভীরে প্রতিদিন হারিয়ে যাচ্ছে মুখ
রক্তের লোহিতে মিশে যাচ্ছে বিষ
তবু তুমি নিশ্চুপ,তোমার কি করার কিছুই নেই?
গনতন্ত্রের মুখোশ পরে,পার্টিতন্ত্রের জয়গান
আর কতদিন গাইবে তুমি?
বিচ্ছিন্ন দ্বীপ তুমি আমার না
তুমি আমার ধ্বংসকারী,সুন্দরের ভন্ডামী
করে যে তুমি চলছো,সে তুমি আমার না।
মুখোশ পরে থেক না
ভুলে যেও না, একাত্তর
ভুলে যেও না ঊনসত্তর
ভুলে যেও না সৈরাচার এরশাদকে
ভুলে যেও না,তাদের ঝুলন্ত দৃশ্য
যারা দেশদ্রোহী ছিল,
আমরা জ্বলে উঠেছি সবসময়।
বিচ্ছিন্ন ব-দ্বীপ চাই না
চাই আমাদের বাংলাদেশ।