মনে কর আমি চর্যাপদের ঘুমন্ত প্রহরী, তুমি পুলিশের বুট,আমি উন্মাতাল মিছিল, তুমি ধারালো বেয়নেট,আমি ১৪৪ ভেঙ্গে ফেলা বুকে আগুন বহন করা নিরীহ পথিক,তুমি কারফিউয়ের শীষ দেয়া অত্যাচার,আমি বুক পেতে দেয়া ভালবাসা,তুমি উত্তপ্ত সীসা,আমি আত্মায় নিয়ে যাই চর্যাপদকে, তুমি আগুন নিয়ে দাঁড়াও পথ আগলে,
আমি রক্ত দিয়ে ধুয়ে দেই বাংলা কবিতার জঞ্জাল,তুমি হয়ে যাও স্থির