ধরিত্রীর   নিষ্ঠুর   ক্রোড়ে  
নিক্ষিপ্ত   হলো   নবজাতক  ।
সুতীব্র   ক্রন্দন   ভেরীতে  
ঘোষণা   করলো   আজীবন   যুদ্ধের  ।
ভবিষ্যতের   বাণী কে জয় করে  
বন্দি  করতে, অতীতের   ভাঙাচোরা   সিন্দুকে  
চললো   বর্তমানের   লড়াই  ।
ভগ্ন   হৃদয়ে   বার্ধক্যের   ভার,
নবজাতকের   দীপান্তর  ।
         যুদ্ধ   শেষ  ।
শান্তির   পতাকা   ওড়ায় ,  মৃত্যুর  দূত  ।
মানব   জনম তুমি   অপূর্ব  -অদ্ভুত ! !