ঘুম ভাঙে, স্বপ্ন ভাঙে
আশাও ভঙ্গ হয়,
কাঁচ নয়, পাথর নয়
তবুও ভাঙে হায়!


মন ভাঙে, সম্পর্ক ভাঙে
‌ভাঙে কারো ঘর,
ভাঙে না হাড় শরীরে
তবু ভাঙে সংসার।


ভাঙা কপাল, ভাঙা জীবন
ভেঙে পড়া মন,
ভাঙার টুকরো মেলে না কেন
ভাবি সারাক্ষণ।


খুঁজে পেলে ভাঙার টুকরো
হয়তো যেতো জোড়া,
মানব জীবন কঠিন বড়ো
তবু , স্নেহ মায়ায় ভরা ।