কোনো এক নিশিভোরে ডাকো যদি নাম ধরে
পাখি হয়ে দেবো  সাড়া গগনে গগনে,
কোনো এক সকালেতে ডাকো যদি আঙিনাতে
সূর্য হয়ে দেবো ধরা আলোতে আলোতে ।


কোনো এক মধ্যাহ্নে ডাকো যদি প্রাণ পণে
রৌদ্র  হয়ে দেবো ধরা উত্তাপে উত্তাপে,
কোনো এক অপরাহ্নে ডাকো যদি মনে মনে
খেলা হয়ে দেবো সাড়া হৃদয়ে হৃদয়ে।


কোনো এক সন্ধ্যায় ডাকো যদি বারান্দায়
ছায়া হয়ে দেবো সাড়া আঁধারে আঁধারে,
কোনো এক মধ্যরাতে ডাকো যদি বিছানাতে
স্বপ্ন  হয়ে দেবো ধরা নয়নে নয়নে ।