এই  পৃথিবীর   একটি  দেশে
ধূলোর  মতো   আছি  পড়ে ,
মাঝে   মাঝে   ইচ্ছে  করে  
কালবোশেখীর    দারুণ   ঝড়ে,
উড়ে   এসে   চোখে  পড়ে
নয়ন   দুটি     ভরাই   জলে  ।


এই   দেশেরই   একটি   ঘরে  
রয়েছি  পড়ে   অনাদর এ,
মাঝে   মাঝে   ইচ্ছে   করে  
আশ্বিনের  ওই   দমকা  ঝড়ে ,
ভেঙে   দিয়ে   সকল   বেড়া  
পরাণ   সবার   কাঁপাই  ডরে  ।


এই   ঘরেরই  একটি   কোণে  
রইনু  বসে  আপন  মনে ,
মাঝে   মাঝে   ইচ্ছে   করে  
চৈত্র   দিনের   মাতাল   ঝড়ে ,
আগুন  জ্বালি   বিশ্বজুড়ে ,
কৃষ্ণচূড়ার  সিঁদুর   রঙে  ।