তৌহিদুল ইসলাম সৈকত


তোমার চোখের তারায়
দেখি জীবনের প্রতিচ্ছবি।
ঝলকানির মৃদু পরশে
সর্বক্ষণ ডুবে থাকি।


তোমার  সুললিত কন্ঠ
অামার কন্ঠে যোগায় স্পৃহা।
অপার্থিব অাবেশে ভরে ওঠে
সুপ্ত অাবেগের ডিঙ্গি।


এই তারার মিছিলে,
তোমার ঔজ্জ্বল্য অনবদ্য।
অনির্বাচ্য এই উপমা,
কোন ছলে করবো ব্যক্ত?


হে শাশ্বত প্রেমের উৎসারিণী,


জীবনের বালুবেলায় সুবিস্তৃত তুমি
মৃত্যুময় অালেখ্যের উপাচার তুমি
অামার অসহায় সময়ের সান্তনা তুমি।
যুদ্ধ অাহবানের সময়ও সুস্থির তুমি।


কেবল তোমার কুসুমসম ঠোট নয়
কিংবা তোমার উর্দ্ধাগত স্তনাগ্র।
তোমার শ্বাসের সাথে পতন-উত্থানে
ঢেউ খেলানো নাভীও নয়।


তোমার উচ্ছল হাসিতে
তোমার চপল গতিতে
নিষ্পাপ চঞ্চল চাউনিতে
অামি কুপোকাত সৈনিক।


উপর্যুক্ত বিষয়াবলী নাইবা হোক
অালোচ্য তোমার অামার
বর্ণনান্তরে তবু থেকো তুমি
অামার কামনাহীন অনুভবে।