সখি, ভালোবেসে তোমায় করিনি তো অপরাধ
ধরা দেবেনা, তবুওতো জোছনার পরশ দেয় রূপালী চাঁদ ।।


বর্ষার আকাশ থেকে অবিরত ঝরে আকাশের কান্না
মাটির বেদনা মিশে তা হয়ে যায় যে বন্যা,
প্রিয়া, কেন তুমি মোর হৃদয়ে আনো অবসাদ!
সখি, ভালোবেসে তোমায় করিনি তো অপরাধ ।।


এই রঙের ফাগুনে আমি আছি তোমারও প্রতীক্ষায়
তোমার ফিরিবার পথ ফুলেরা সাজায় ভালোবাসায়
প্রিয়া, কেন তবু ধূলায় লুটাও ফুলেদের রাঙ্গা সাজ !!
সখি, ভালোবেসে তোমায় করিনি তো অপরাধ !!