জাগরণে স্বপনের রেশ নিয়ে
লাজুক গালে টোল পড়া হাসি,
হঠাৎই সকল লজ্জা ঝেড়ে ফেলে
এইতো আমার অতুলনীয় নন্দিনী।।


আমার হৃদয়ের পদ্ম ওই অপ্সরী
আমি জানিনা, ওই অপরা কি জাদু জানে!!
নয়ত সে এক উজ্জ্বল পূর্ণিমা তিথি
শুধু বুঝি, রহস্যের কমতি নেই তার মাঝে……


আমার নিচ্ছিদ্র নিরাপত্তার বাহুডোরে
প্রায়ই সে আশ্রয় খোঁজে অবুঝের মত,
আমায় সমর্পণ করে অর সব কিছু, না ভেবে
ঢেলে দেয় তার জমানো ভালোবাসা আছে যত।


জয় করেছে সে আমায় শুধুই একটু হেসে  
কাছে এসে অ আমার হৃদ স্পন্দন বাড়ায়,
ওকে ছোঁয়ার নীরব সম্মতি দেয় ভালোবেসে
ক্ষণেই হারিয়ে যাই আমি, ঐ যৌবন নীলিমায়।।


আকুল শিহরণ ছড়িয়ে যায় মোর দেহে!
অর নিঃশ্বাস আর স্পর্শে থাকে একাগ্রতা, পরিপূর্ণতা
তব ওষ্ঠ খুঁজে নেয় মম ওষ্ঠ, সুখের জোয়ারে ভেসে
আমি জানি, আমার শত জনমের সাধনা ঐ যাদু যৌবনা।