কবেই তো বলেছি, তোমাতেই মিশেছি
ছন্দহীন হাজারো কল্পনায়, তোমাকে নিয়েই মেতেছি,
যদি ভাবো ভুল! না না; নিজেকে হারিয়েছি!!
এ যে পরম মায়া, নাকি শৃঙ্খল!!
                       মরণেও তোমাকেই খুঁজেছি!!


নিজেরে কি যে বলি, কিসেই বা ভুলিয়ে রাখি!!
অধরা স্বপ্নের কণ্টকিত পথে, দিন ফুরিয়ে আসে
বোঝো নাকি তুমি? অনুভবে আছি কি আমি?
হায়, মিছেই এই অভিনয়,
                ডুবে আছি পরম যাতনায়।।


যে দিনগুলি চলে গেছে যাক
পুরনো কথাও থাক আজ থাক
মান-অভিমান যত থাক তাও থাক
কষ্টগুলোও সু-দূরে মিলাক
এসো তবে আজ হাতে রাখি হাত
                  আগামী দিন হবে রঙিন-প্রভাত..


কষ্ট এলেও সুখেই আছি, তুমি আছো তাই
হাজার লোকের মন্দ কথা, হাসিমুখে সয়ে যাই!!
হোক না ছোট আমার এ'ঘর, থাকুক জীর্ণবেশ
ছড়িয়ে আছে প্রতিকোণে তার,
                        ভালোবাসারই রেশ......।