বলা হয়নি কোনদিনই ,
শত আক্ষেপ আর অভিমানে
ক্লান্ত মনের, বিকৃত সঙ্কটে…
তবে; শুধুই কি পাশে থাকা ক্ষণে ক্ষনে!!


কেবলই বিকশিত সূর্যের মত
অথবা মাত্রই ফুটে ওঠা গোলাপের মত;
নয়তো অযত্নে বেড়েওঠা কোন বনফুল
কিংবা তোমার অধরের তপ্ত বাক্যশূল!!


কতইনা হাহাকারে, অনিশ্চয়তায়
না জানি; হারিয়েছি কতোটা সময়!!
দেখেছি শত স্বপ্নের নিঃশেষ, অজানায়
তাতে কিই বা আসে যায়!!
কান্ডারী তুমি, আলো ছড়িয়েছ ভালবাসায়!!


হয়তো এ এক অব্যক্ত অনুভূতির গল্প
হৃদয় পুড়িয়ে জমিয়েছি অল্প অল্প।
কত প্রতীক্ষা, এত্ত বিসর্জন ,
হারিয়েছি বহু! তাতেই, আজকের এই অর্জন।


আজ থেকে ধরো বিশটি বছর পরে
বুঝবে কি আমায় আজকের মতো করে!
শূন্যতার, পূর্ণতার গোঁজামিল সব ছেড়ে
বাকিটা পথ বল, চলবে কি হাত ধরে!!