কল্প তরু, স্বপ্ন মরু
তোমায় দিলেম আজি
নাইবা হলো মহাকাব্যের শুরু
তোমায় দিয়ে, আগুন নিয়েই সাজি।!


একটু হাসো, একটু দেখো
তোমাতেই বেঁচে আছি
কেশ না’হয় হলোই এলোমেলো
জেনো, প্রতিটি নিঃশ্বাসে মিশে আছি।।


মুক্ত সোপান, তপ্ত উঠান
তোমা’ পানে কণ্টকিত যাত্রা,
পদতল হলোই না’হয় খুন
রঞ্জিত পদে, পথে দিয়ে যাই মাত্রা।।


জীবন সিন্ধু, বিষম বিন্দু
তোমা’ আশে আজি ক্ষয়, ক্ষয় আর ক্ষয়!
হয়তো ভাবনি অন্যায় ভেবে; কিন্তু
জেনো, তারিয়ে বেড়াবে (অব্যক্ত) হারাবার ভয়।।


ঊষর ভূমি, নির্মম তুমি
ভাবনিক তারে একটি বারের জন্য
তৃষিত আঁখি, জল চাহি যায় কাঁদি
অনুভূতি; সেতো দুর্জয়, তাই অনন্য।।