তাকে খুঁজতে খুঁজতে আমি নিজেকে হারিয়ে ফেলেছি।
ব্যর্থ, হতাশ, ক্লান্ত হয়ে যখন নীড়ে ফিরতে চেয়েছি,
তখন দেখি আমার ফেরার কোনো পথ নেই।
যে দুর্গম পথ দিয়ে এসেছিলাম, সে পথ আমি হারিয়ে ফেলেছি।


এরপর,
দূর দূরদূরান্ত পারি দিয়েছি, ফেরার পথ খুঁজে পাওয়ার আশায়
কিন্তু, কোনোখানে আমার ফেলে আসা চিহ্নমাত্র পাইনি।
রুষ্ট মহাকাল আমার ইতিহাসকে সুক্ষভাবে মুছে দিয়েছে,
আমার অস্তিত্বকে ধুলিস্যৎ করেছে প্রাচীন ব্যাবিলনের মতো।


মহাকালে যেন আমার অস্তিত্ব কোনোকালে ছিলই না,
আমাকে বিলীন করা হয়েছে সবকিছু থেকে।