অমিয় অঞ্জলি  
.....................


অপেক্ষায় অগ্রজ আগন্তুক
অদৃষ্টে আশার আলো
অদৃশ্য অনুরণনে অগ্রাহ্য, অমানিশা
আর অদম্য অনুনয়ে ?  আমি।


অধির আমি অনন্য আলোয়
অন্তরে অপলক আহবান,  
অন্দরে অনাদরের অশ্রু
আবার আসো, আমার আলয়ে।


অলীক অলিন্দে অচেনা আবীর  
অতশীর আবছা অপছায়া
অস্পর্শী অপার আগামী
আর আমি? আমার আমি।


অনিন্দ্য  অধরার আগবাড়ানো
অবোধ অধরে আলিঙ্গন,
অধৈর্য আর অবুঝ আমি
অগনিত অনাবিল, অশেষ  অর্ঘ্যে।


অদূরে আদুরে অমিয় অঞ্জলি
অনবদ্য আবেশে আদিষ্ট অবতার,
অতিন্দ্রীয় আলোকে অপেক্ষার অবসান
অশরীরী  আবেগের,  আচার অনাচার।