কিছুটা অচেনা থাকা ভালো,
আছে কি কার হৃদয়ে!
ব্যবহার কার কেমন!
ভাষাতে কার বাঁজে সুর?
আছে কার কেমন অনুভূতি?
আছে কার মানুষের গন্ধ?  
অচেনা অবস্থাতেই দেখি
জানা যায় ভালো ।
চেনা হলে তো অভিনয় চলে
চলে বানানো গল্প ঝুড়ি ঝুড়ি
চলে ঘসা-মাজা মিছে মিষ্টি কথা।
অচেনার সাথে যে ভালো নয়
আচরণ যার কয়লা কালো;
সে তো মেকি, অভিনয়ে ব্যস্ত;
আসলে, আছে  কি অন্তরে তাঁর কোন আলো?  
আসলেই কি সে ভালো?