আমার পৃথিবী আমি নিজেতেই গড়ি,

নিজের দোষে আহা আমি নিজেই মরি!

নিজ ভাবনায় যে চলতে ব্যর্থ হয়

জগত কি তাঁর সংগ দেয় গো?

তাঁর কি বন্ধু হয়?

এ জগতে সবার সবে

আবার কেউ কারো নয়।