ভালোবাসি তোমায়
চাঁদেরি মতো,
প্রেমের জোনাকি তাই
হৃদ-বনে ওরে অবিরত।
ভালো বাসি তোমায়
তাঁরার মতো,
আশা-আলো নিয়ে এলে
ছোট ছোট শত ।
ভালোবাসি তোমায়
আমারি মতো,
মনে-প্রানে আছ সদা
হৃদপিণ্ডের মতো।