তোমাকে দিলাম ছেড়ে,
শত মানুষের ভীরে,
উন্মুক্ত প্রানে পৃথিবীটাকে দেখো ;
মন-মাধুরীতে নিজ স্বপ্নের ছবিগুলো আঁকো,
ভালোবাসো প্রিয় যদি মোরে,
আসতেই হবে তোমাকে একদিন ফিরে,
বন্ধী ঘরে কি ভালোবাসা রাখা যায় তুলে?
তাই খুলে দিলাম পিঞ্জরের দ্বার,
বৃথা অহংকার ও অজ্ঞতা সব ভুলে।