তুমি যদি ফুল হও
আমি মৌমাছি,
হৃদয়ের বাধনে
রবো কাছাকাছি ।

তুমি যদি বৃষ্টি হও
আমি হব মেঘ,
দুজনায় জানালায়
বাটিবো আবেগ।

তুমি যদি নদী হও
আমি হব ঢেউ,
প্রেম-জলে ভাসবো দুজন
জানবে নাতো কেউ।

তুমি যদি পাখী হও
আমি হব ডানা,
সাত সাগর পাড়ি দিবো
জানা-অজানা।

তুমি যদি সুর হও
আমি হব বাঁশী
সুর-তালে এক হবো
প্রেম-ভালবাসি।