তুমি যদি চাও গোলাপ হতে,
আমি সেই গোলাপের কাঁটা হবো।
কণ্টকাকীর্ণ হৃদয় নিয়ে,
শুধু তোমায় রক্ষা করবো।
তোমার জন্য হতে পারি,
মিশর মমির নিদর্শন।
তুমি যদি প্রত্নবিদ হয়ে,
করতে চাও অনুসন্ধান।
তুমি যদি চাও,
তোমারি বিরহে শকুন্তলা হয়ে যাব।
একমনা হয়ে
দুর্বাসার শাপে অভিশপ্ত হবো।
তুমি যদি চাও,
সুমেরু ও কুমেরু দেব পাড়ি।
শুধু তোমারি জন্যে হয়ে যাব
কলঙ্কিনী নারী।
এক চিলতে রোদ্দুর এনে দিতে পারি
তোমার হাতের মুঠোয়।
সবই করতে পারি
তোমার এক ইশারায়