কখনো ভাবিনি তোমায় এত কাছে পাবো,
বুঝতে পারিনি পেয়ে যে হারাবো।
পেয়ে হারানোর ব্যথা বুঝেছিল বিহারিলাল,
আজ বুঝলাম আমি,এ ব্যথা বিদীর্ণ মনের সমতল।
ব্যথা তো নয়,এ যেন মারাত্মক ক্ষত,
মানবের হৃদয় হয় সহস্র করুন বিকলাঙ্গের মতো।
প্রেয়সীবিহীন এ পৃথিবীতে বেঁচে থাকা,
পুষ্পবিহীন মৌমাছির ঘুরে বেড়ানো একা-একা।
তবুও আমি অপেক্ষা করবো শত-সহস্র বর্ষ,
শুধু পেতে তোমার ভালোবাসার একটু স্পর্শ।