চিত্ত টারে বিত্ত দিয়া সাজাইনু অন্তরে।
নিত্যহাসি সিক্ত ভরে  সাজায় ও মন তরে।।
নেত্র নেশা ক্ষেত্র তৃষা  জীবনতীরের বন্দরে।
আশার আলো বাসা ভরে  চঞ্চলা ও মন তরে।।


শূন্য টারে পূর্ণ করে রেখেছিনু এই সংসারে।
বুঝিনি সে বিয়োগ হবে ভবের এ দুনিয়ারে।।
যাচিলে সুখ হাসিলে মিলে সুখের এ যন্ত্ররে।
নিমেষ কালো তিমির সহে জীবন এ ছন্দরে।।


মনসুখ উৎসুখে চলার পথের মন ওরে।
কি সুখ খুঁজ তুমি সদায় আপন বুক চিরে।।



শব্দার্থঃ
চিত্ত-মন।
বিত্ত-টাকা।
সাজাইনু-সাজিয়েছিলাম।
নিত্য-সবসময়।
সিক্ত-ভিজা,অশ্রুপূর্ণ।
নেত্র-চোখ।
ক্ষেত্র-স্থান বিশেষ।
জীবনতীর-জীবনধার,কূল।
চঞ্চলা- বিদ্যুত,বিজলী।
শূন্য- অপদার্থ বস্তু, অপদার্থ ব্যক্তি।
পূর্ণ- পরিপূর্ণ।
রেখেছিনু-রেখেছিলাম।
তিমির-রাত।।।
মনসুখ- মনের সুখ।
উৎসুক- জানতে আগ্রহী, উৎসুক, অস্বাভাবিক।