বিশ্ব কবিতা দিবসে
আমরা করেছি বিশ্বজয়,
কবিদের কলমের আচরে
সৃষ্টি করেছে পরাজয়ের বিজয়।


কবিতা চলে কলমের দরুন
আমরা স্বাধীনতা পায় রক্তক্ষয়ের বিনিময়,
রবীন্দ্রনাথ;নজরুল এদের মত কবিদের
ভবিষ্যতে আমরা আরও পড়তে চাই।


এক সাগরে দোয়াতের বিনিময়ে
আমরা পেয়েছি স্বাধীনতা,
কবিদের আজীবন স্রষ্টাকে
প্রতিজ্ঞা কর কখনো ভুলবো না।


কলম আসবে, আবৃত্তি আসবে
কবি আসবে ঘরে,
আজও তাদের জন্য;প্রিয়জনরা
পায়ের ধূলো নেওয়ার জন্য মরে।