ছেলেবেলা এমন সময়
ছিল অনেক দুরন্তপনা,
মা;কাকিমা কোন কিছু করতে বললে
মন যে কেন করতে চায় না!


অবশেষে করলেও আবার
থাকে অনেক ন্যাকামি,
ভাল কথা বুঝে বললেও
সবাই করতাম বোকামি।


ছেলেবেলা বিদ্যালয়ে যেতাম
হাতে থাকত একটাকা,
টিফিনে সেটাকে খাওয়ার জন্য
সবাইমিলে দোকানে গিয়ে চ্যাঁচা।


সকাল শেষে বিকেল হলে
যেতাম সবাই মাঠে,
একেঅপরে খেলার নামে
চুলাচুলি হত ঘাটে ঘাটে।


বিকেল শেষে রাত হলে
ফিরে আসতাম ঘরে,
মা খাওয়ার কথা বললে
সবাই ঘুমের ঢোলে মরে।


ছোট থেকে তুমি যতই হও না বড়ো
থাকে অনেক স্মৃতি,
একসময় মনে পড়লে
ফুলের মালার মত কল্পনায় গাঁথি।