তুমি হাসলে চাঁদ হাসে,
হাসে বৃক্ষের লতা।
তুমি কাঁদলে বৃষ্টি ঝরে,
ঝর্ণা কাঁদে যথা।


অবয় তোমার ভালোবাসা,
করেছে মোরে ধন্য।
তোমার তমসায় আভা হয়ে,
দুখ ভুলিয়ে হর্ষ করবো; পূর্ণ।


তুমি আমি দু'জন মিলে
গড়বো কুঁড়ে ঘর।
হেথায় থাকবো সুখে মোরা,
হবো না কবু পর।


সে-ই ঘরের আলো হবে
গগনের চাঁদ মামা।
তোমার বায়নায় এনে দিবো
টুকটুকে লাল জামা।


কুঁড়ে ঘরে তারকার মেলা,
তুমি মোর ভুবন।
ভালোবাসি তোমায় আমি,
তুমি যে মোর জীবন।


রচনাকাল :- ০৭ জুলাই, ২০২০.
সময় : রাত ৯.৩৮