রাজা তোর কাপড় খোলা,
তুই বড় আপন ভোলা।


একখান থান কাপড়ে কষ্টে গা টুক ঢেকে
চালাতে সম্বোচ্ছর পেটকে মাথায় রেখে।
লুকোতে হয় যে মোদের লজ্জা শাল-সেগুনে
শহুরে মানুষ দেখে 'ডর' লাগে আপন জনে।
কে আপন কে হল পর, সব তোর মুখে শোনা,
ভোট গেলে যায় কি দেখা, সবই তো হাতে গোনা।
জঙ্গল 'মা' আমাদের, আমরা তো জংলী বলে,
কেটে নিস শাল-সেগুনে বলতো কি দখলে?


রাজা তোর কাপড় খোলা,
তুই বড় আপন ভোলা।


তবুও বুক বেঁধে হায় জঙ্গলে খাবার খুঁজি,
জঙ্গলে 'গুলির স্বরে' ভয় মোরা দুচোখ বুজি।
গেল কার 'মরদ' কার 'জোয়ান ছেলে,'
ভাত তার নেই তো পেটে যদি ওল টুকু মেলে।
কাটা ছেঁড়া শেষ না করে পুড়িয়ে দেয় তো ওরাই,
বুটেরই শব্দে কাঁপে জঙ্গলে 'কেয়ার থোড়াই'।
একি আজ দিন এল গা 'জংলা' মা ল্যাংটো হল,
পরিত্রাণ নেই কিছু গা, বল বাবু তোমরা বল।