তব প্রাণোচ্ছ্বলিত হাসির কলকল ধ্বনি ...................নিমিষে জাগে ছলছল সুখ-নির্ঝরিণী
..................................যেন বসন্তদূত হাসে উল্লাসে
স্বয়ং নিজেকে হারিয়ে  শিহরণ বৃষ্টিতে .................. তব প্রাণহরা ঐ সম্মোহন  দৃষ্টিতে
..................................দুঃখেদের ছুটি দূর প্রবাসে
বিমুগ্ধ আমি, মেতেছি কত না ছন্দে.......................তব নিঃশ্চেতন করা চেনা গন্ধে
..................................যেন এক মত্ত নিগূঢ় ঘোরে
ইশারায় হয়েছে যত ভাবের কথা...........................ক্ষণেই ভুলেছি মোর শত ব্যাথা
..................................বেদনা পায়নি ছুঁতে মোরে
.
তোমার হাসি হাসি চেনা বদন খানি.........................অনুপম বিমোহিত মায়া জানি
..................................যেন অপরূপ পূর্ণিমা শশী
পরমানন্দের পরশ মম মনে সাকি ............................যবে দৃষ্ট্যাবদ্ধ তব চপল আঁখি
..................................অধরে ফুটে পুলকিত হাসি
প্রায়শই হৃৎ গগনে তোমায় আঁকা ...........................মোহ আচ্ছন্ন হয়ে  চেয়ে দেখা
..................................যেন এক পৃথিবী দুচোখে আঁকা
শত সহস্রাব্দ বাঁচার অভিপ্রায় মম..............................পরমানন্দের স্বাদ ছোঁয়ায় তব
..................................প্রফুল্লিত মম চিত্ত সুখে মাখা
.
অধর কোণে এক পৃথিবীর সুখ আঁকা ……………… ক্ষণেই দুঃখের গগন হয়েছে ফাঁকা
..................................যেন এক  প্রশান্তি পাথারে ভাসা
হায় ! যদি সময়কে চড়ানো যেত শূলে !.......অন্তহীন ভাবের তরী চলিত মহাকাল ভুলে !
..................................আবেগী মনে জাগে বড় আশা
আঙ্গুলের ফাঁকে আঙ্গুল রেখে যতনে ................চিরসুখের বীজ রোপন করেছি দুজনে
..................................যেন এক আনন্দ বাগ বসুধায়
কত না ভালবাসার ফুটেছে ফুল......................শিউলি গোলাপ বেলি আর বকুল
.................................. রামধনুর আবেশ মোর মন-কায়
.
নবীন বৃক্ষ শাখে সুখ বারো মাসে.....................ভরে উঠে মন অসীম পরিতোষে
..................................যেন এক চিরবসন্ত মনাভরণে
অন্তরে প্রশান্তি বাড়ে চক্রবৃদ্ধি হারে...................বিরহ কাব্য তোমা তরে রচি বারে বারে
..................................প্রহর বহে দিবানিশি স্মরণে
তাবৎ পারিপার্শ্বিক দূরে দিয়েছি ছুঁড়ে.................অহর্নিশ ভাবের খেলা মন জুড়ে
..................................হঠাত অজানা এক ঝড়ে
ভেঙে গেছে সুখবৃক্ষ এক বৈশাখে.....................জীবন বীণার সুর  দুখের বাঁকে
...................................সুখ গুলো ? গেছে ঝরে
.
তোমায় নিয়ে বিভোর মুহূর্তগুলো..................... হায় ! প্রবল ঝঞ্ঝায় সব ফুরোলো
..................................যেন এক নিমেষে সব হারালো
বারংবার শুধুই অনুস্মৃতির  প্রবহণ .....................ভাবনার অন্তরালে অনুভূতির দহন
...................................অশান্তির বিষ অন্তরে ছড়ালো
মনে মোর মেঘ জমে ক্ষণে ক্ষণ ........................শ্রাবণ ভেজায় চোখের কোণ
..................................যেন অসহায় বেদনা বিধুর  
মেঘের ভাঁজে ভাঁজে দু;খ সাঁজে.........................কাঁদে কাদম্বিনী হিয়া মাঝে
..................................আঁখিপুটে ভাসে  স্মৃতি সুমধুর
.
খরস্রোতা নদী বয় বুকের মাঝে....................... অপ্রিয় কথার করুণ বীণা বাজে
..................................যেন উদাসী হাওয়া বয় সাঁঝে
মনের আকাশ ঘনিয়ে আসে নাদে................হায় ! মোর হিয়া পড়িল এ কোন ফাঁদে ?
..................................আজি বসে না মন কোন কাজে
অব্যক্ত ভাবনাদের ক্ষয় অনুখন   ....................... অসহায় মনে তাহা যায় না সহন
.................................হায় ! চাপা ব্যাথায় জীবন বিষাদময়  
যত ভাব-ভালবাসা স্মৃতি প্রেমময়.........................ব্যথিত করে মোরে সময় অসময়
..................................বেলা শেষে সবই অনুভূতির অপচয়..........................