অনাবিল ভালবাসায় আবিলের ছোঁয়া,
ভাল লাগা অনুভূতির, অপমৃত্যু মায়া।
অকারণ অজুহাতে অনাদর অনুরাগে,
অবহেলায় অঙ্কুরিত অসন্তোষ জাগে।
.
অসময়ে অকারণ অবিচলতার ভারে,
স্বেচ্ছাত্যাচারিত মন মরে অগোচরে।
অবহেলায় ইচ্ছেদের অপমৃত্যু ফলে,
নিরবে নিভৃতে অন্তরে দুঃখানল জ্বলে।
.
মনে ক্রমশ দুরত্ব বাড়ে, প্রাণে উচাটন,
অভিমান বেড়ে পাহাড়, ছেয়ে যায় মন।
মনের অমিলে মলিন কত অভিব্যক্তি,
হয়েছে বহুত, সরিয়ে রেখেছি যত যুক্তি।
.
অনিয়ম নিয়মের অনিদ্রা আখিপাতে,
ভেসেছে কত না স্মৃতি, নোনা স্রোতে।
অহেতুক কতশত সুখাভিনয় চলে,
শুধু তোমাকেই ভুলের থাকার ছলে।