নদী গর্ভে পার ভেঙ্গে বিলীন হবার মতো আমিও প্রতিক্ষণ তোমার ওপর ভেঙ্গে পরি। তোমার এলোমেলো  রুক্ষ চুল ছোঁয়াতে পার ঘেষে বালু চড়ে জাগা সাদা কাঁশবনে বরফগলা আবেগে জেগে উঠি ইচ্ছে কিংবা অনিচ্ছায়। কি দুর্দান্ত আবেগে যেদিক চোখ যায় আগাগোড়া ভেদ করে চলি উত্তর কিংবা দক্ষিণ অথবা পূবে পশ্চিমে; যেদিক খুঁশি। নিমিষেই বিচ্ছুরিত হয় আকাশের রাশি রাশি যত নিষ্পাপ তারা। তপ্ত হৃদয়ে ফিরে পাবার অপেক্ষ্যমান এক গোধূলী। ভেতর মন ছুঁয়ে যায় বেলা শেষের গজলমাখা সন্ধ্যা। আমি মিনতি ভরা চোখে অবিরাম ছুঁটে চলি শেষ বিন্দুতে।আমি ডালিভরা সুখের আশায় এক দৃষ্টিতে তাকিয়ে থাকি নির্মল রক্তক্ষরণ আমার দেহে যতদিন বহমান।


২৬ ফেব্রুয়ারী ২০১৫ খ্রী:
প্যারিস।