এমন একটা সময় ছিলো খেতে গেলে সব খাদ্য অমৃত মনে হতো
এমন একটা দিন ছিলো বৃষ্টি রোদে দুরন্তপনায় দিনভর কাটতো ;
এমন কিছু রাত ছিলো রাতভর জেগে গানের জলসায় ডুবে থাকতাম
এমন কিছু চাওয়া ছিলো কল্পিত কল্পনায় নিমিষেই জোছনা হয়ে যেতো
আমি দিনের পর দিন এভাবেই প্রিয় কিছু স্বপ্নকে কোলেপিঠে লালন করতাম ;
আজ না হোক, কালতো হবে অথবা কাল না হোক একদিনতো হবে।


আমার কিছু চাওয়াগুলো ঠিক মাতৃগর্ভে আসা কোন মানব শিশু ভ্রুনের মতোন
জন্মের আগেই মা নিজ হাতে স্বযতনে সোনামুখি সুই দিয়ে কাথা সেলাই করে রাখার মতোন;
আমার কিছু চাওয়াগুলো কৃষকের লাঙল আর কাস্তে শান দেয়া ক্ষণের মতোন ;
মৌসুম আসলেই যেন ঝাঁপিয়ে পড়বে লাঙ্গল মাটির সশস্ত্র যুদ্ধে।

আজও কিছু অগনিত চাওয়া পাওয়া ঘুরেফিরে মনের গভীরে
নববধূ হয়ে আসে মনের জালনায় বারেবারে ফিরে;
আজ অনেকদিনপর ফেলেআসা দিনগুলো ফিরে পেতে ব্যাকুল
কিন্ত হয় ! ওকুল গড়ে; ভাঙ্গে আমার এপার ওপার দুকুল।


এভাবেই আমি দিনের পর দিন প্রিয় কিছু স্বপ্নকে কোলেপিঠে লালন করি ;
আজ না হোক, কালতো হবে অথবা কাল না হোক একদিনতো হবে।