বাহির চোখে চিরচেনা পথ হারালেও
ভেতর চোখ তোমাকে ঠিকই চিনে নিবে
তুমি অবিচল ঠাঁয় করে নিবে শিরা ধমনি।
লবনাক্ত ঠোঁটে প্রিয় কিছু স্বাদ হারালেও;
মাটির সুগন্ধ ঠিকই খুঁজে পাবে; সুষে নিবে সুমিষ্ট মাটির জল।
জীর্ণ হস্তে কাকনের শব্দ ঝিমুলেও; ভোরের আলোতে নগ্ন অট্টালিকা আর
পাখির কলতানে ধ্বনিত হবে আমার গাওয়া গান।
আমি বিমুগ্ধ চোখে দেখি সেই চিরচেনা শব্দ আর ফাগুনের কথামালা ;
আমি বিমল আনন্দে সেদিনের গান গাইতে থাকি,
জীর্ণ বীণার তারে নতুন সুর বেজে উঠে ;
আমি বিদ্বগ্ধ চিত্তে গাইতে থাকি আমার সেদিনের গাওয়া গান
প্রতিটি নি:শ্বাসে, বাতাসের কণায় ফিরে ফিরে পাই
না পাওয়া আমারই যত মান অভিমান।