আজ অনেক দিন পর
আবার দেখা হল
মনে কি পড়ে
উজ্জ্বল আলোয় আলোকিত তোমার চারিপাশ
মনে কি পড়ে
তোমার যাত্রাপথে আকাশ ই ছিলো শেষ সীমানা


আজ কি হলো সেই কাঙ্ক্ষিত অগ্রযাত্রার
চার দেয়ালের অসাড়তায় পথ হারাবার তো কথা ছিল না !


মনে কি পড়ে
কিছু অন্ধকার আলোকিত করার কথা ছিলো
সম্পূর্ণটা না হোক
কিছুটা হলে ও কিছু জীবন বদলে দেওয়ার কথা ছিলো


কথা ছিলো ছোট কিছু স্বপ্নের পিছে ছোঁটার
সত্য কে ভুলে ঘোর এর মায়াজালে ডুবে থাকার তো কথা ছিলো না !


অনেক তো শুনেছিলাম সম্ভাবনার আহ্বান
আর ও কত কথা
জানার ইচ্ছে ছিলো
কতটুকু পূরণ হয়েছে প্রতিশ্রুতির পাতা
ভালোই হয়েছে, আজ দেখা হয়ে গেলো
অনেক কিছু ই জানা হয়ে গেলো
জানা হয়ে গেলো
সমাপ্তি তো দূরের কথা
হারিয়ে ই গিয়েছে সেই সম্ভাবনার খাতা
দিশেহারা বিষণ্ণ চোখে ব্যর্থতার ছবি আঁকা
তোমার সেই আকাশ টা ই যেন আজ
জমাট কালো মেঘে ঢাকা
মনে হয় নিজের ও বোঝার বাকী নেই আর
আরও অনেক অর্থহীন, শিরোনামহীন মানুষ এর দলে
উজ্জ্বল অক্ষরে নাম হয়ে গিয়েছে লেখা


আজ আলোরা ক্রমশ নিভে যাচ্ছে
নির্জনতার কোলাহল এ মুখরিত অন্ধকার


অতঃপর হয়তো সেই আড়ালে থাকার চেষ্টা হবে
হয়তো থাকবে হঠাৎ ই একাকীত্বের মাঝে হারিয়ে যাওয়া
পরিচিত কিছু মুখের চেষ্টাগুলো ও হয়তো বেশী দিন থাকবে না
এতো সময় কোথায় এক ই গল্প বারবার শোনার
প্রতিশ্রুতি ও পথ হারাবার গল্প গুলোও অনেক পুরানো
এরকম হাজার ও গল্প আছে আমাদের আশেপাশে ছড়ানো ছিটানো !!


তারপর ও
যেদিন বিবেকের কাছে জবাব দেওয়ার আর কিছু ই থাকবে না
যেদিন নিঃশেষ হয়ে যাবে সর্বশেষ শক্তিটুকু ও
অনুভূতিহীন, নিরুত্তাপ বেঁচে থাকাই হবে জীবন
তীরের বেগে ছুটে আসা নির্মম বাস্তবতা
আলোড়ন তুলবে না আর মনের দরজায়
যেদিন, সত্য অপ্রকাশিত রাখা যাবে না কোনো লুকানো আবরণে
পরিষ্কার হয়ে যাবে সামগ্রিক দৈন্যতা
সেদিন হয়তো আরেক বার দেখা হবে
" একটি সম্ভাবনার মৃত্যু " এপিটাফ এর পাশে
নীরবে কিছুক্ষণ দাড়িয়ে থাকা হবে !!


আর যদি কোনোদিন ঘুরে দাড়াও
কোনো জাদুর কাঁঠির ছোঁয়ায় যদি বদলে যায়
ক্রমশও ক্ষয়ে যেতে থাকা সামর্থ্য,আত্মবিশ্বাস,ইচ্ছাশক্তি


তবে কথা দিলাম
তোমার উপর এসে পড়া এতোটুকু আলো ও
সেদিন কেড়ে নেওয়া হবে না !!!