দিগন্তের ওপারে হারিয়ে যাওয়া পুরোনো কিছু স্মৃতি
বিশাল পৃথিবীর বিশালতায় মুগ্ধ থাকার দিনগুলি
সেই সব দিনগুলোর কথা
এক টুকরো চুম্বক ই যখন সমস্ত বিস্ময় এর কেন্দ্রবিন্দু
যখন ভাবনার জগৎ এ নেই অসাড়তা
জড়তাহীন কল্পনার রাজ্যে লক্ষহীন অনন্ত বিচরণ
সংকীর্ণ সীমানায় বাঁধা ছিলো না বিস্ময়যাত্রা


তারপর হঠাৎ ই পরিবর্তন এর ঘন্টাধ্বনি
রঙিন স্বপ্নময় দেশে আজ ধূসর আবরণ
নির্মোহ কল্পনার রাজ্যে অচেনা আলোড়ন
রূপকথার গল্পগুলো ও মলিন হয়ে গেছে কেন জানি
অগোছালো ভাবনাগুলো দৃঢ় সংকল্পবদ্ধ
নতুন স্বপ্নের পিছে ছুটে চলা
সত্যিকারের বড় হওয়ার হাতছানি


হাজার ও মানুষ, হাজার ও স্বপ্নের পৃথিবী
স্বপ্ন পূরণের হাজার ও পথ
একই পথে হাজার ও মানুষ
স্বপ্নের পথে বিরামহীন ছুটে চলা
নিরন্তর সংগ্রাম, লড়াই এর মাঝে ই এক সময়
সময় এর প্রবল স্রোতে হারিয়ে যায় স্বপ্নমালা
পেছনে রয়ে যায় অসংখ্য জরাজীর্ণ মানুষের দল
সাথে ধীর লয়ে ক্ষয়ে চলা ক্লান্ত কিছু জীবন


স্বপ্নগুলো রঙিন ছিলো
দিনগুলো আলোকিত ছিলো
বন্ধুদের বাড়ানো হাত ছিলো
বিস্ময়কর সেই রাতগুলো


দৃষ্টি ফিরে যায় পেছনের ফেলে আসা পথে
ছিন্ন করে আসা ছোট বড় সেতুর ম্রিয়মাণ আলোতে
এক পলক এর জন্য মরীচিকা হয়ে ধরা দিলো
ওপাশ টা আজ যেন অনেক বেশী রঙিন মনে হলো
অবচেতন মন ফিরে যেতে চায় যদিও
থেমে নেই অবিচল পথ চলা তবুও


স্বপ্নের পৃথিবীর সুউচ্চ লক্ষ্য আজ হাতের মুঠোয়
অবশেষে বিজয়ের পতাকা উড়ছে কাংক্ষিত শিখরে


আকাংক্ষা ও অভিলাষের শিকলে চিরবন্দী জীবন
তবুও কিছু বাসনা র‍য়ে গেছে বাকী
আমাদের ক্লান্ত চোখ চেয়ে আছে শূণ্য দৃষ্টিতে
এখনও শংকা থেকে গেছে পথ হারাবার
যদিও এই পথ ধরে ই হেঁটে গেছি বহুবার !!


স্বপ্নগুলো রঙিন ছিলো
দিনগুলো আলোকিত ছিলো
অফুরন্ত স্মৃতি ছিলো
বন্ধুদের বাড়ানো হাত ছিলো
বিস্ময়ের সেই রাতগুলো


তবুও থেমে নেই
ভোরের শিশিরে জীবনের প্রতিফলন
প্রবাহমান স্রোতের অচেনা দেশ ভ্রমণ
চিরবহমান নদী
এভাবেই চলছে
এভাবেই চলবে !!



ব্রিটিশ ব্যান্ড পিংক ফ্লয়েড এর " High Hopes " গান এর Lyrics অবলম্বনে