আমি বইতে পারি না যে বোঝা
কেন দাও মোরে তা চাঁপিয়া?
আমি সইতে পারি না যে আঘাত
কেন দাও মোরে তা বাঁধিয়া?


যে স্বপ্ন সত্য নয়, যে স্বপ্নে জাগে ভয়
কেন সেই স্বপ্ন দেয় মোর ঘুম ভাঙিয়া?
যে আকাশ শুধুই কালো, দেয় না এতটুকু আলো
স্বার্থ কী বলো সে আকাশ পানে চাহিয়া?


যে খেলায় মোর চিরক্ষতি, নিবে যায় সব কল্যাণবাতি
আমি ডুবিতে চাই না সে খেলায় মাতিয়া!
যে সাথী মোর চায় না সুখ, বিপদেও যে দেখে না দুখ
সেই প্রিয় যেন থাকে মোর হৃদয় জুড়িয়া।


আমি চাই না পূণ্য-লাভ, শুধু মুছে দাও মোর পাপ
তোমার অশেষ ও অসীম করুনা দিয়া।
মিটায়ে মোর পিয়াসা, দাও সরল পথের দিশা
প্রভু, আমারে রাখো তোমার বাঁধনে বাঁধিয়া!