কি রে.. খোকন কাঁদছো কেন
চোখে কেন জল?
আমি তোমার বন্ধু যেন
সব খুলে বল।


আরে.. আজকে আমি হাটে যাবো
আগে থেকে মানা
কতো মজার খাবার খাবো
কতো বাকি কেনা!


আব্বু বলেন- তা হবেনা
অতো টাকা নাই
আম্মা বলেন- পড়তে যা না
দেবো যতো চাই!


পুরান জামা আমার গায়ে
নতুন জামা কই!
তোদের দিকেই থাকি চেয়ে
-দেরে..ভূঁতের বই!


আমার কেন লাটিম ঘুড়ি
আজো কেনা নাই?
যাবো না আজ পড়তে, বাড়ি;
সবি আমি চাই।


ওহ..নারে খোকন কান্না থামা
স্কুলেতে আয় না!
দেবো তোরে সব টাকা জমা,
ছেড়ে দে বায়না।