বন্ধু আসবে তাই বুঝি আজ জ্যোৎস্না ছড়ায় চাঁদ
বন্ধু আমার জীবন সাথী বন্ধু আমার সব
বন্ধু আসা কল্পনা কী আমার অপরাধ?
কেউ বোঝে না কত মধুর বন্ধু' মনের বাণী
বন্ধু আসলে তাই তো সবে করে কানাকানি
কেন শুধু রটাও তোমরা বন্ধুর অপবাদ?


আসতে তারে আমার ঘরে, নিষেধ করো বারে বারে
বোঝ না কেন প্রিয়ার হাসি কোন সে সুধার স্বাদ!
চাঁদ তুমি দিও আলো, সখার সাথে মানবে ভালো
মেঘেরাও কী সইয়ের সাথে করবে কোনো বিবাদ?
বন্ধু আমার হৃদয় জুড়ে, তারে কেন রাখো দূরে
মোদের চলার পথে দিও নাকো আর কোন বাধ!