মন আমার চায় পেতে স্বর্গ-সুধা
মেটে না ধরার মাঝ মনের ক্ষুধা!
স্বপ্ন আমার যাক ভেসে
আপন মনে হেসে হেসে
যেথায় আছে মিশে সত্য-সুধা!


কেন এই মিথ্যে পথে
মন আমার উঠছে মেতে
আমায় ধরো বন্ধি করো
দাও না বাধা!


কেন এই মিথ্যে অহংকার
কেন ভুলে ভরা এ সংসার
আমার ঘর আলোয় ভরো
দূর করো আঁধার!


কত নিষ্ঠুর এ সমাজ
কত যুদ্ধ ধরার মাঝ
সবে বন্ধু যেন শান্তি আনো
কীসের এত ফাঁদ,
কেন এই বিবাদ?
আমার মনে সেই ধাঁধাঁ!


[১৫/০৫/১৮]