যখনই বসি আমি বারান্দায়
তখনই আসো তুমি জানালায়
যে কথা বলো ওই ইশারায়
কেমনে বলি আমি হায় হায়!


তোমার ওই দুষ্টু হাসি
যেন সে সর্বনাশী
মন আমার হয় উদাসী
দেখে ভরা চাঁদের উদয়।


লেখা পড়া বন্ধ করে
চেয়ে থাকো চোখ ভরে
আমিও তোমার তরে,
একটুও যে কম নয়!


তুমি করো না এভাবে
যেন জেনে যাবে সবে
বলো না কেমন হবে-
বাঁধলে এক সুতোয়!


দুষ্টুমিটা বন্ধো করে
ফিরে যাও পড়ার ঘরে,
আমরও যে লজ্জা করে
কাল কী লিখবো খাতায়!