সময় চলে তার নিজ গতিতে
কে পারে তারে বেঁধে রাখিতে
সময়ের সাথে স্বপ্ন বদলে
ইচ্ছে আর হয় না পূরণ
তারুণ্য রূপ সব যায় চলে
শক্তি সাহসও হয় হরণ!
তবুও চায় না কেউ হারিতে।


রঙিন স্বপ্ন যখন দেয় না আর ধরা
শুধু বাঁচার তাগিদে জীবন করে তাড়া
যদিও স্বস্তি মেলে একটু ঠাঁই পেলে
মানসিক যন্ত্রণায় যেন পুড়ে যায় সুখ
অন্তরে যতই নীরব দহণ জ্বলে
হাসি মাখা থাকুক স্বজনের মুখ!
তবে কত জন পারে জীবন জয় করিতে?