ঘন কালো মেঘ ভাসে ওই আকাশে
শীতল পরশ বহে যেন বাতাসে।
আজ হলে বর্ষণ করবো বরণ
ফোঁটা ফোঁটা বারি হরষে!


ওই গগনে কাঁদে মেঘর কনে
ভেজা শাড়ি পরে পল্লি বনে
আজ বারিবাহ- গিরি-পল্লি ভালোবাসে।


জলের মাঝে পল্লি, ডুবে মম মল্লি
আজ দুরন্ত মনে সুখ বরষে!
সবি নিশ্চুপ দেখে বারি রূপ
আমি বারি-ছন্দ হেরি- কুঞ্জে বসে!


[১৪/০৬/০৯]