আমি এক মুক্ত বনের পাখি
আমি এক মুক্ত মনের পাখি
ভর করে এই খোলা ডানায়
কত দূরে কোন সীমানায়
আত্ম ভুলে ছুটছে আমার
বাঁধন হারা স্বপ্নমাখা বিভোর আঁখি।


আলোয় ভরা সকাল আমার
চাই পেতে চাই ফিরে আবার
যেথায় নতুন নতুন স্বপ্ন মাখা
সেসব ছুঁয়ে দেবো খুলে পাখা
যেথায় মনের কথা বলে সবার
সকল দুঃখ ব্যাথা দূরে রাখি।


খোলা আকাশে ভাসিয়ে মন
দেবো পাড়ি কত নদী-বন
আত্ম হারা মনের ভেলা
যাক ফুরিয়ে সকল বেলা
আমি ফের ফিরবো আবার
নতুন ভোরের স্বপ্ন দেখি।


হয়তো তুমি ভাবছো আমায়
ছুটতে পারি মন যেথা চায়
মন যেথা চায় সে পথে ধাও
যা খুশি তাই করে বেড়াও
না, না তেমনটা নয় জীবর আমার;
আমি এক মুক্ত খাঁচায় বন্ধি পাখি!