আমি চাই না চিরকাল থাকি ভবপর
এমন বিদায় দাও মোরে
যেন বেঁচে থাকি মরণেরও পর!


আমি চাই তোমার কাছে জ্ঞানের শক্তি
আমি চাই তোমার কাছে দুর্লব উক্তি
যার পরে আসে সাম্যের সংসার!


চাই না উদয় হাসি; অস্তেও যেন হাসে মন
চাই না এই হৃদয়ে ভয় থাক সারাক্ষণ
আমি চাই জীবনে না আসুক আঁধার!


এই জীবন যেন হয় বাধাহীন
যেন সে হয় একান্ত ইচ্ছাধীন
আমি চাই দূরে থাক সব অহংকার!


[১১/০৫/০৯]